এইচ,আই, ভি (HIV)

HIV/AIDS cured case

রোগীর নাম : মোঃ জাহান, বয়স : ২৭ বছর, ঠিকানা : ঢাকা।
রোগের বিবরণঃ ২০০২ সালে সিঙ্গাপুরে জ্বরের চিকিতসা করাতে গিয়ে রক্ত পরীক্ষায় এই রোগ ধরা পড়ে এবং সঙ্গে সঙ্গে রোগীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। এই রোগের চিকিতসার জন্য রোগী
ডাঃ মুস্তাফিজুর রহমান এমবিবিএস সাহেবের নিকট গমন করলে তিনি কালক্ষেপ না করে রোগীকে আমাদের কাছে পাঠিয়ে দেন। চার মাস চিকিতসার পর রোগী রক্ত পরীক্ষা করান এবং এইচ,আই, ভি রোগের স্ক্রিনিং / এলাইজা টেষ্ট করে নেগেটিভ ফল দেখতে পান। এরপর আটটি বছর অতিক্রানত্দ হয়ে গিয়েছে। প্রতিবছর রোগী একই টেষ্ট করে যাচ্ছে। এরপর কনফারমেটরী টেষ্ট করার বিষয়ে তিনি উদ্যোগ নিচ্ছেন না। কিন্তু রোগীর ক্রমাগত স্বাস্থ্যের উন্নতি হচ্ছে যা দেখে মনে হয় যে রোগীর এইডস রোগটি সক্রিয় অবস্থা থেকে সুপ্ত অবস্থায় চলে গিয়েছে। এটি একটি অবস্থা যখন আরোগ্যের বিষয়ে কোন সঠিক মন্তব্য করা চলেনা। রোগী আমাদের পর্যবেক্ষণে রয়েছে এবং এর অগ্রগতি সম্বন্ধে আমরা সময়মত সবাইকে অবহিত করব।





2 comments on “এইচ,আই, ভি (HIV)

এখানে আপনার মন্তব্য রেখে যান